মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নির্বাচন এবং আন্দোলনেও ব্যর্থ: সেতুমন্ত্রী

সবাই নেতা হতে চাইলে দল বাঁচবে না। আর কর্মী ছাড়া আওয়ামী লীগ বাঁচবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
দলীয় নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, নেতার সঙ্গে কর্মীদের সেতু আর কর্মীদের সঙ্গে জনতার বন্ধনের সেতু তৈরি করতে হবে। এই সেতু যেখানে থাকবে সেখানে বারে বারে আওয়ামী লীগ বিজীয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দুনিয়ায় পদ্মা সেতু আমাদের সক্ষমতা ও সন্মানের প্রতিক। পদ্মা সেতুর এ পর্যন্ত সার্বিক অগ্রগতি শতকরা ৪০ ভাগ। সেতুর পিলারের ওপর স্পেন নির্মাণ কাজ ফেব্রুয়ারি মাসে শুরু হবে। এর পরে পদ্মা সেতু দৃশ্যমান হবে। ৪১টি পিলারের উপর স্পেন বসানো হবে। আন্তর্জাতিক বিমান বন্দর হবে পদ্মার পাড়ে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করে আন্দোলন করতে গিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি নির্বাচন এবং আন্দোলনেও ব্যর্থ।

বিএনপিকে মরাগাঙ্গের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, বেগম জিয়া কি বুঝতে পেরেছেন তার আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।

দলীয় নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এলাকায় এসে নেতাগিরি দেখাবেন না। নেত্রী বানাতেও জানেন আবার বাদ দিতেও জানেন। দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। ভালোবাসা অর্জন করুন। বাগানের ফুল শুকিয়ে যাবে কিন্তু ভালোবাসার ফুল শুকাবে না।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য এখনও একজনেরও মনোনয়ন ঠিক নেই। এমনকি আমার মনোনয়নও না। নেত্রী মাঠ পর্যায়ে জরিপ করাচ্ছেন। এখন কোন ব্যক্তির জন্য নয়, নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে সে সব এলাকায় কমিটি নেই সেই সব এলাকায় কমিটি গঠনের কথা জানান। উল্টো-পাল্টা করলে খবর আছে বলে হুশিয়ারি উচ্চারণ করে তিনি।

এ ছাড়াও মন্ত্রী বলেন, সার্চ কমিটির কাছে তারা পাঁচটি নাম পাঠিয়েছেন। পাঁচজনের সবাইকে রাখতে হবে সরকারি দল হিসাবে এমন কোন সত্ত আমরা আরোপ করিনি। মাহামান্য রাষ্ট্রপতি যে পাঁচজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর তাদের সম্পূর্ণ আস্তা এবং সমর্থন থাকবে বলে জানান তিনি।

এ ছাড়াও প্রতিনিধি সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল