বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নেই ৫৮ ইউপিতে, ১০টিতে আ.লীগের প্রতিদ্বন্দ্বী নেই

আসন্ন ইউপি নির্বচনে প্রথম ধাপে ৭০ ইউপি’র পর দ্বিতীয় ধাপের ৫৮ ইউপিতে প্রার্থী নেই বিএনপি’র। ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এসব ইউপিতে শুধু ক্ষমতাসীন দলটির একক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় বাছাইয়ের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।

আগামী ৩১ মার্চ সাড়ে ছয়শ’ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে। ২ মার্চ মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগের মধ্যে দ্বিতীয় ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতার নজির অব্যাহত থাকল।

এর আগে প্রথম ধাপেও ৭০টি ইউপিতে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়নি। ২ মার্চ প্রথম ধাপের ৭৩৪ ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এর মধ্যে ৬০টিরও বেশি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বীহীনদের নির্বাচিত ঘোষণা করে শুক্রবার এ সংক্রান্ত তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হবে।

ইসির উপ সচিব সামসুল আলম জানান, দ্বিতীয় ধাপের ৬৪৪ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা শেষ হয়েছে বুধবার। এতে চেয়ারম্যান পদে ৩ হাজার ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রার্থী রয়েছেন এক হাজার ৫৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এক হাজার ৫৫৩ জন।

ইসির জনসংযোগ পরিচালক এস এস আসাদুজ্জামানের পাঠানো মনোনয়নপত্র জমা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ১৫টি দল দ্বিতীয় ধাপে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৬৪৫ ইউপিতে ও বিএনপি’র প্রার্থী রয়েছে ৫৮৭ ইউপিতে।

‘১০টি ইউপিতে একজন করে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির দু’জন করে প্রার্থী রয়েছে দুটি ইউপিতে’, বলেন ইসির সহকারি সচিব আশফাকুর রহমান। সব মিলিয়ে বিএনপি’র প্রার্থী নেই ৫৮ টি ইউপিতে।

যে ১০টি ইউপিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সেগুলো হচ্ছে, বাজিতপুরের দিঘীরপাড়; গোপালগঞ্জের বোড়াশী, বৌলতলী, দুর্গাপুর, কাঠি; জয়পুরহাটের ধলাহার, দোগাছী, জামালপুর; ভোলা সদরের কাচিয়া, মাদারীপুরের ঝাউদী ইউনিয়ন পরিষদ।

যে ৪৮ ইউপিতে বিএনপি’র প্রার্থী নেই সেগুলো হচ্ছে, কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, হিরণ, কলাবাড়ী, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া, গোবরা, গোপীনাথপুর, জালালাবাদ, কাজলিয়া, করপাড়া, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল, উরফি; চট্টগ্রামের সীতাকুন্ডুর ৫নং ইউপি; জামালপুরের বাঁশচড়া, রাণীশংকৈলের ধর্মগড়; ফুলবাড়ীর আলাদিপুর, বিরামপুরের দিওড়, পলিপ্রয়াগপুর; ফুরিদপুর উপজেলার ফরিদপুর; মাদারীপুরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কলিকাপুর, শিরখারা, দুধখালী, কেন্দুয়া, মুস্তফাপুর; সিরাজদিখানের চিত্রকোর্ট, রাজনগর; পীরগঞ্জের শ্যানেরহাট; কোম্পানিগঞ্জের তেলিখাল ও ইছাকলস ইউনিয়ন পরিষদ।

এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপি ও দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপি’র একাধিক প্রার্থী রয়েছে।

প্রধান দুই দল ছাড়াও দ্বিতীয় ধাপে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জেপি, এনপিপি, ইসলামী ফ্রন্ট, সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও জাকের পার্টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল