বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৬ মাসের জামিন

নাশকতার দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরো তিনটি মামলায় থাকায় এখনি তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী।

আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এ বিষয়ে ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ২০১৫ সালের ৪ জানুয়ারি মতিঝিল ও লালবাগ থানায় নাশকতার মামলা করা হয়। এসব মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁকে এসব মামলায় আটক দেখানো হয়। আদালত শুনানি শেষে আজ ওই দুটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর ৯ মে প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ। এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরী জামিন আবেদন করলে তা উত্থাপিত হয়নি মর্মে গত ১৮ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট।

এর আগে গত ২০ জুন চট্টগ্রামে একটি ব্যাংকঋণের বিপরীতে দেওয়া চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, পূবালী ব্যাংকের চট্টগ্রামের সিডিএ শাখা থেকে ৩৬ কোটি আট লাখ টাকা ঋণের বিপরীতে আসলাম চৌধুরীর দেওয়া আটটি চেক ডিজঅনার হয়।

২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দেওয়া এসব চেক ডিজঅনার হয়।

এরপর চট্টগ্রামে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩০০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে আসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে ১৭ জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাসরিন মাওলা, তাঁর ভাই রাইজিং স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, এবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও ফজলুর রহমানকে আসামি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল