বিএনপি নেতা হাফিজসহ ২১ জনের বিচার শুরু
রাজধানীর ভাটারা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এঁদের বিচার শুরু হলো।
আজ মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহানাজ সুলতানা আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় হাফিজসহ বাকি আসামিরা আদালতে অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন।
আইনজীবী জানান, আগামী ১২ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য আছে। এ ছাড়া আজ হাফিজউদ্দিনসহ ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের পক্ষে হাজিরা দাখিল করা হয়েছে। তিনি আরো জানান, অভিযোগ গঠনের সময় আদালতে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির চেয়ারপারসনের সংবাদ মাধ্যম শাখার কর্মকর্তা মারুফ কামাল খানসহ নয়জন অনুপস্থিত ছিলেন। বিচারক এঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাতপরিচয় আসামিরা। এ ঘটনায় ওই থানার পুলিশ নাশকতার অভিযোগে মামলাটি করে। পরে পুলিশ গত বছর ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাফিজসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র আসার পর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন