বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলে মান্নাকে স্মরণ

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা মান্নার আজ নবম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে অকালে মৃত্যু ঘটে এই তারকার। দিনটি স্মরণে রাখতে বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উত্তরায় মান্নার নিজ বাসভবনে বাদ আসর দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। নায়ক মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘মান্না ফাউন্ডেশন থেকে এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আমরা শিল্পী সমিতির থেকে তদারকি করছি। শিল্পী সমিতির অন্যতম সদস্য মান্না ভাই, তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সময় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।’
মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না বলেন, ‘আমরা এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের বাসায় বাদ আসর মিলাদ ও ভোজের আয়োজন করেছি। মান্নার জন্মস্থান টাঙ্গাইলে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন থাকছে। সিলেট, রংপুরসহ দেশের আরো ১০টি স্থানে মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন