বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলে মান্নাকে স্মরণ

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা মান্নার আজ নবম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে অকালে মৃত্যু ঘটে এই তারকার। দিনটি স্মরণে রাখতে বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উত্তরায় মান্নার নিজ বাসভবনে বাদ আসর দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। নায়ক মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘মান্না ফাউন্ডেশন থেকে এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আমরা শিল্পী সমিতির থেকে তদারকি করছি। শিল্পী সমিতির অন্যতম সদস্য মান্না ভাই, তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সময় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।’
মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না বলেন, ‘আমরা এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের বাসায় বাদ আসর মিলাদ ও ভোজের আয়োজন করেছি। মান্নার জন্মস্থান টাঙ্গাইলে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন থাকছে। সিলেট, রংপুরসহ দেশের আরো ১০টি স্থানে মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন