বিএল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ভাংচুর, অবরোধ

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দৌলতপুরে ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে পদ বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা। তারা রোববার রাত সাড়ে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে দুর্ভোগে পড়েন বাস যাত্রীরা।
বিএল কলেজ ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা জানান, তাদের মতামত উপেক্ষা করে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সন্ধ্যার পর নগর কার্যালয়ে বসে বিএল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে রাকিব মোড়লকে সভাপতি, নিশাত ফেরদাউস অনিকে সাধারণ সম্পাদক ও মো. মহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই পদ বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা দৌলতপুরে বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে ভাংচুর শুরু করে। তারা বেশ কয়েকটি ইজি বাইক, মাহেন্দ্র ও দোকানে ভাংচুর চালায়। আতঙ্কে ওই এলাকার সব দোকান বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় খুলনা-যশোর মহাসড়কে সব ধরনের যান চলাচলও।
বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। মুহূর্তেই আতংক ছড়িয়ে পড়ে দৌলতপুর এলাকায়। আটকে পড়ে ঢাকাগামী নৈশ কোচসহ বাসগুলো। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন