বিএসএফের গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে, ভারতের দায় স্বীকার

পাকিস্তানের সঙ্গে ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তে গত এক সপ্তাহে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করে।
শুক্রবার এনডিটিভি জানিয়েছে, ‘প্রতিশোধের আগুনে পোড়া’ বিএসএফের গুলিতে ওই পাকিস্তানের সেনারা নিহত হন। গুলিতে পাকিস্তান রেঞ্জার্সের ১৩ সদস্য ও দুজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে বিএসএফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জ্যেষ্ঠ বিএসএফ কর্মকর্তা অরুণ কুমার এনডিটিভিকে জানান, ‘সীমান্তে বারবার অস্ত্রবিরতি লঙ্ঘিত হয়েছে, আর আমরাও যোগ্য জবাব দিয়েছি। গত এক সপ্তাহে পাকিস্তান রেঞ্জার্সের ১৫ সদস্যকে হত্যা করা হয়েছে।’
এনডিটিভি জানায়, ঠিক এক সপ্তাহ আগে গত শুক্রবার জম্মুতে বিএসএফের হাতে সাতজন পাকিস্তানি সেনা নিহত হন। এরপর পুরো সপ্তাহজুড়ে সীমান্তের আরো চারটি সেক্টরে আট পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
অপরদিকে গত পাঁচদিনে সীমান্তে বিএসএফের তিন সদস্য নিহত হন। গতকালও কাশ্মীরের আরএস পুর্না সেক্টরে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে বিএসএফের সেনা জিতেন্দর সিং (৪৬) নিহত হন।
এ ছাড়া গত এক সপ্তাহে পাকিস্তানি বাহিনীর ছোড়া কামান ও বন্দুকের গুলিতে সীমান্তে ছয় বছর বয়সী এক শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গত কদিনে পাকিস্তানি সেনাদের গুলি ছোড়ার কারণে সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি আছে বলেও জানিয়েছে বিএসএফ।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায়ও জম্মু-কাশ্মীরের রাজৌরি, সাম্বা, আবদুল্লিয়া, আরএস পুর্না এবং সুচেতগড় এলাকায় গোলাগুলি হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওশেরা, সুন্দরবানি এবং পাল্লানওয়ালা জেলার সীমান্তে পাকিস্তান ভারী গোলাবর্ষণ করে।
এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মনিশ মেহতা বলেছেন, ‘বৃহস্পতিবার বিনা উসকানিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে। তিনটি জায়গায় আজ সকাল বেলা গুলি চালায় পাকিস্তানি সেনারা। আমরাও তাদের যথোপযুক্ত জবাব দিয়েছি।’
গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ‘উপযুক্ত জবাব’ দিতে বিএসএফের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন