বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে। নিহত সোহেল রানা (২১) বুড়িমারী স্থলবন্দর এলাকার মহসীন আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আজগর আলী জানান, গরু আনতে সোহেলসহ একদল বাংলাদেশি শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে যায়। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে দেশটির ৬১ কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের একটি টহলদলের সামনে পড়ে দলটি। এ সময় অন্যরা পালিয়ে দেশে আসতে পারলেও সোহেলকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। আটকের পর বিএসএফ তাকে বেধড়ক পেটানোর পাশাপাশি নানাভাবে শারীরিক নির্যাতন করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে শনিবার ভোরের দিকে সীমান্তের এপারে বাংলাদেশি অংশে ফেলে রেখে যায় বিএসএফ। পরে পালিয়ে আসা বাংলাদেশিরা অচেতন অবস্থায় সোহেলকে উদ্ধার করে সকালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ঘণ্টাখানেক পর মারা যায় সোহেল।
এ ব্যাপারে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, গরু আনতে গিয়ে সোহেল রানা বিএসএফের নির্যাতনে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, সোহেল রানা বিএসএফের নির্যাতনে মারা গেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন