বিএসপিএ’র বর্ষসেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

চলতি বছরের শুরুতেই গত দুই বছরের বর্ষসেরা খেলোয়াড়দের (মনোনীত) নাম ঘোষণা করলো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। আগামী ৩০ জানুয়ারি রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেওয়া হবে।
২০১৫ সালের মনোনীতদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান।
এবারই প্রথমবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। তবে তার আগে মনোনীতের তিনজনের নাম বুধবার ঘোষণা করা হয়েছে। ক্রীড়া লেখক সমিতির জুড়ি বোর্ডের বিবেচনায় সেরাদের পুরস্কৃত করার পাশাপাশি দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সৌম্য সরকারকেও রাখা হয়েছে ২০১৫ সালের তালিকায়।
২০১৫ সালের মনোনীতরা
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
সেরা ক্রিকেটার- মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ু- মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চার- তামিমুল ইসলাম। উদীয়মান ক্রীড়াবিদ- সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক- ইউসুফ আলী, বর্ষসেরা কোচ- সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান- ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা- আমিনুল হক মনি।
২০১৬ সালের মনোনীতরা
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহফুজা খাতুন শিলা (সাঁতার), তামিম ইকবাল (ক্রিকেট) ও আশরাফুল ইসলাম (হকি)।
সেরা ক্রিকেটার- তামিম ইকবাল, সেরা ভারত্তোলক- মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড়- আশরাফুল ইসলাম, সেরা শ্যুটার- শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড়- সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ- মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), উদীয়মান নারী ক্রীড়াবিদ- কৃষ্ণা রানী সরকার (ফুটবল), সেরা কোচ- গোলাম রব্বানী ছোটন (ফুটবল), সেরা সংগঠক- তরফদার মোহাম্মদ রুহুল আমিন এবং সেরা সংস্থা- বাংলাদেশ নৌবাহিনী।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত ছয়): তামিম ইকবাল (ক্রিকেট), মাহফুজা খাতুন শিলা (সাঁতার), মাহমুদুল্লাহ রিয়াদ (ক্রিকেট), মোস্তাফিজুর রহমান (ক্রিকেট), মাবিয়া আক্তার সীমান্ত (ভারত্তোলন) এবং আশরাফুল ইসলাম (হকি)
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন