বিকেল ৬টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত দেড়টা বাজে তখনো ভোট গণনা চলছে। এতো দেরী কেন হচ্ছে?

মাঝরাতে ‘মদ্যপ’ অবস্থায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কক্ষে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়িক শাকিব খান। তিনি বলেন, ‘আমার সম্মান নষ্ট করার জন্য এটা ষড়যন্ত্র। আমাকে সেখানে কেউ কি দেখেছে মদ খেতে? মিথ্যা মনগড়া কথা কেন ছড়ানো হচ্ছে আমি জানি না।’
ভোট গণনার কক্ষে যাওয়ার ব্যাখ্যা দিয়ে শাকিব বলেন, ‘বিকেল ৬টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত দেড়টা বাজে তখনো ভোট গণনা চলছে। এতো দেরী কেন হচ্ছে? বিষয়টির খোঁজ নিতে অনেক শিল্পী আমাকে ফোন করেছেন। আমি যেহেতু বিগত শিল্পী সমিতির সভাপতি ছিলাম। তাই শিল্পীদের অনুরোধে ভোট গণনা কক্ষে যাই। কিন্তু বিষয়টিকে এভাবে বাইরে ছড়ানো হবে ভাবিনি।’
শাকিব গত কয়েক দিন ধরেই দাবী করে আসছেন একটা গ্রুপ তার পেছনে লেগেছে। শাকিব বলেন, ‘কেউ কেউ মনে করছে আমাকে সরিয়ে দিতে পারলেই তারা জনপ্রিয় হয়ে যাবে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এগুলো করছে। আমার বিরুদ্ধে একটা গ্রুপ লেগেছে। এটা তাদেরই ষড়যন্ত্র।’
গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে। এরপর সারা রাত চলে ভোট গণনা। রাত দেড়টার দিকে শাকিব খান ভোট গণনার কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় তাকে বাইরে পাঠানো হয়।
শনিবার সকালে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। সর্বশেষ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন শাকিব খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন