বিক্রমের গাড়িতে বিয়ারের বোতল, চলন্ত গাড়িতেই কি মদ্যপান বিক্রমের?

গত ২৯ এপ্রিল ভোররাতে লেক মলের সামনে দুর্ঘটনার আগে কি চলন্ত গাড়িতেই মদ্যপান করছিলেন বিক্রম? বৃহস্পতিবার সকালে বিক্রমের গাড়ি থেকে ফরেন্সিক প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করার সময় উদ্ধার হওয়া বিয়ারের বোতল থেকে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মধ্যে৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ফরেন্সিক প্রতিনিধিরা তৃতীয় বারের জন্য নমুনা সংগ্রহ করতে এসে গাড়ির ভিতরে একটি কোনায় বিয়ারের বোতল পান৷ এর পাশাপাশি দু’টি সিগারেটের প্যাকেটও মিলেছে৷
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বিয়ারের বোতল উদ্ধার হওয়া এই ঘটনার তদন্তে নতুন মোড় বলেই পুলিশ মনে করছে৷ কারণ, বিক্রম প্রথম থেকে দাবি করেছিলেন, তিনি ঘটনার রাতে মদ্যপান করেননি৷ তখন সোনিকার বান্ধবীরা ফেসবুকে দাবি করেন, তাঁরা বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন৷ এরপরে একটি ফুটেজও প্রকাশ্যে আসে৷ যেখানে পানীয় হাতে দেখা যায় বিক্রমকে৷ তখনও বিক্রম স্বীকার করেননি তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন৷ সূত্রের খবর, এরপরে পুলিশি জেরার মুখে তিনি দাবি করেছেন, ঘটনার রাতে তিনি মদ্যপান করেছেন৷ কিন্তু বেসামাল ছিলেন না৷ এবার বিয়ারের বোতল উদ্ধার হওয়া ঘটনায় নতুন মোড় দিল৷ এব্যাপারে পুলিশ তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে৷
ইতিমধ্যেই এক ওলা চালকের সঙ্গে পুলিশ কথা বলেছে, যিনি দুর্ঘটনার পরে বিক্রম এবং সোনিকাকে রক্তাক্ত অবস্থায় রুবি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন৷ সেই অবস্থায় বিক্রম মেডিকা হাসপাতালে যেতে চাইলেও, ওই চালক তাঁদের রুবি হাসপাতালে নিয়ে যান৷ তিনিও পুলিশকে জানিয়েছেন, বিক্রমের মুখ থেকে মদের গন্ধ তিনি পেয়েছেন৷
পুলিশের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে এই ঘটনায় নতুন ধারা যুক্ত করা হতে পারে৷ খুব শীঘ্রই তদন্তকারীরা এই মামলায় নতুন ধারা যুক্ত করার ব্যাপারে আবেদন করতে পারেন৷ তবে বিক্রমের রক্তপরীক্ষার রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট এবং গাড়ির যান্ত্রীক পরীক্ষা রিপোর্ট হাতে আসার পরেই সে ব্যাপারে এগোতে পারে পুলিশ৷ এদিন আলিপুর আদালতে সোনিকার আরও দুই বান্ধবী গোপন জবানবন্দী দিয়েছেন বলে আদালত সূত্রে খবর৷ এই নিয়ে সোনিকার চার বান্ধবী গোপন জবানবন্দী দিলেন৷
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বিক্রম যখন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তখন পুলিশের কাছে তেমন সাক্ষ্যপ্রমাণ ছিল না৷ কিন্তু তারপর থেকে তদন্ত আরও যত এগিয়েছে, পুলিশের কাছে আরও সাক্ষ্যপ্রমাণ এসেছে৷ তার ভিত্তিতেই নতুন ধারা যোগ করা হতে পারে৷ তবে এব্যাপারে কোনও পুলিশকর্তা সরকারিভাবে কিছু জানাননি৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন