বিক্রম নিয়ে বিতর্কের মাঝেই জামিন পেলেন কালিকাপ্রসাদের গাড়ির চালক
গত ৭ মার্চ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যুহয় সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। এই ঘটনায় গাড়ির চালক অর্ণব রায়ের বিরুদ্ধে জামিনঅযোগ্য ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ।
তাঁর বিরুদ্ধে পুলিস কড়া পদক্ষেপ নিলেও কেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নরম মনোভাব দেখানো হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে জামিন পেয়ে গেলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাড়ির চালক অর্ণব রায়।
গত ৭ মার্চ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যুহয় সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। এই ঘটনায় গাড়ির চালক অর্ণব রায়ের বিরুদ্ধে জামিনঅযোগ্য ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার হওয়ার পরে ৬৪ দিন জেলে ছিলেন অর্ণব।
কয়েকদিন আগেই ছেলের জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান অর্ণব রায়ের মা। আজ সেই মামলাটির শুনানি ছিল বিচারপতি অসীম রায় এবং অমিতাভ চট্টোপাধ্যায়ের এজলাসে।
অভিযুক্ত অর্ণব রায়ের পক্ষে আইনজীবীরা সওয়াল করে বলেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে অর্ণবের বিরুদ্ধে মামলায় দায়ের হয়েছে, তাতে জামিনঅযোগ্য ৩০৪ ধারা প্রযোজ্য হয় না। আইনজীবীদের সওয়ালে সহমত পোষণ করে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অর্ণবের জামিন মঞ্জুর করেন বিচারপতিরা। সপ্তাহে একদিন অর্ণবকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন