শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিক্ষোভ কর্মসূচি আসছে ২০ দলের

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর এই কর্মসূচি দেওয়ার সম্ভবনা রয়েছে।

রোববার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। যদিও জোটের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ আগস্ট শরিকদের সঙ্গে বসেছিলেন খালেদা জিয়া।

রোববারে বৈঠকের শুরুতে জোটের অন্যতম শীর্ষ নেতা জাতীয় পার্টির একাংশের নেতা প্রয়াত কাজী জাফরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আলোচনায় প্রধান্য পায়। জোটের কয়েকজন নেতা এই ইস্যুতে হরতাল দেওয়া কথা বললেও বেশিরভাগ নেতাই এর বিরোধিতা করেন।

তারা বলেন, জোটের প্রতিকুল পরিবেশে এই মুহূর্তে বড় কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না। এমনকি ঢাকায় বড় ধরনের সমাবেশ করার বিষয়ে আলোচনা হলেও সেটিও বাদ দেওয়া হয়। পরে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পর আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হতে পারে। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

রাত পৌনে ৮টার দিকে বৈঠক শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ফজলে রাব্বী চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, খেলাফত মজলিশের মওলানা ইসহাক, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল