বিখ্যাত ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ
বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত ১০০ খেলোয়াড়ের এক তালিকা প্রকাশ করেছে ইএসপিএন। সেখানে ক্রিকেটার মাত্র দুজন। এবং দুজনই ভারতীয়। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের পাশে জ্বলজ্বল করছেন বিরাট কোহলি ও এমএস ধোনি। এই তালিকার আটে ভারতের টেস্ট অধিনায়ক কোহলি। ১৪তম স্থানটি ভারতের সীমিত ওভারের অধিনায়ক ধোনির।
আসলে তালিকাটিতে ফুটবল, বাস্কেটবল, টেনিস ও গলফের খেলোয়াড়দের প্রাধান্য। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের রোনালদো যে তালিকার শীর্ষে। এক নম্বর তিনি। দুই নম্বরে আছেন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তিনে আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসি। চারে ব্রাজিল ও বার্সেলোনার খেলোয়াড় নেইমার। পাঁচ নম্বর সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি
রজার ফেদেরার। বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট ৬, গলফার টাইগার উডস ৭, কোহলি ৮, কলম্বিয়ার ফুটবলার হামেস রদ্রিগেজ ৯ ও স্পেনের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল ১০ নম্বরে।
ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা আছেন ৪১ নম্বরে। বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসাইন বোল্ট তালিকায় ১৫তম, টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ ১৬তম, উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেস ২২তম।
এই তালিকা কিভাবে করা হয়েছে? ইএসপিএনের স্পোর্টিং বিশ্লেষণ ডিরেক্টর বেন অ্যালামার এই শত বিখ্যাত খেলোয়াড়ের তালিকা করেছেন। কয়েকটি ব্যাপারের যোগফল এই তালিকা। খেলোয়াড়ের বেতন, এনডোর্সমেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার এবং গুগল সার্চে তাদের জনপ্রিয়তা মিলিয়ে গড়া হয়েছে এই তালিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন