বিগ ব্যাশে এবার হগের লাল ব্যাট
এবার রঙিন ব্যাট হাতে বিগব্যাশ মাতানোর অপেক্ষায় আছেন মেলবোর্ন রেনেগেডসের ব্র্যাড হগ। ক্রিস গেইল, সিডনি থান্ডারের আন্দ্রে রাসেল, এইডেন ব্লিজার্ড ও পার্থ স্কচার্সের মিশেল জনসনের পর এ তালিকায় নাম লেখাবেন সাবেক এই অস্ট্রেলীয় স্পিনার।
নতুন বছরের শুরুতেই রোববার নগর প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের জমজমাট লড়াই আসর বসছে। সেখানেই লাল ব্যাট ব্যবহার করবেন হগ। টুইটারে দলটির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বিগব্যাশের শুরুতেই সিডনির অলরাউন্ডার আন্দ্রে রাসেল কালো ব্যাট মাঠে নেমেছিলেন। কিন্তু ম্যাচ শেষেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। যদিও পরে শর্তসাপেক্ষে তিনি ছাড়পত্র পেয়ে যান।
মূলত বোলার হওয়ার কারণেই সব সময় ব্যাট করতে নামা হয় না হগের। বিগ ব্যাশে ৫৪ টি ম্যাচ খেললেও ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মাত্র ১০ বার। তবে এবছর সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে যেন ম্যাচ শুরুর অপেক্ষা করছেন হগ। তিনি বলেন, ‘ম্যাচটা নিয়ে খুব আশাবাদী, এই অভিজ্ঞতার অপেক্ষায় ছিলাম।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন