বিচারকদের মর্যাদার জন্যই ষোড়শ সংশোধনী : আইনমন্ত্রী
সামরিক আইনে (মার্শাল ল) চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেন মর্যাদা না হারান সে জন্যই ষোড়শ সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিতর্ক হলে ভয় পাওয়ার কিছু নেই। এতে গণতন্ত্র সুদৃঢ় হয়। দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘এক সময়ে আমরা আইনের শাসন চেয়েছি, পেয়েছি মিলিটারি শাসন। উন্নয়ন চেয়েছি, পেয়েছি সন্ত্রাস। নিজামী-মুজাহিদরা মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারকের দেওয়া রায় কার্যকর করেছে সরকার।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সভাপতি সারোয়ার ই আলমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন