‘বিচারহীনতা ও সামাজিক অবক্ষয় খাদিজাদের এমন পরিণতির জন্য দায়ী’
একদিকে অপরাধের শাস্তি না হওয়া অন্যদিকে সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে। পাশাপাশি সমাজের মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় এক জনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে। এ সব কিছুর সমীকরণেই ঘটছে সিলেটে খাদিজা অথবা রাজধানীর স্কুলছাত্রী রিশার মতো ঘটনা।
সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। এর আগে ২৪ ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর মা বাবাকে পেটানো হয়। সেপ্টেম্বরে মাদারীপুরের কালকীনীতে একই কারণে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যখন রাজধানীর উইলস লিটেল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়।
সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজে পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় এখন মানুষ অসহিষ্ণু ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সমাজবিজ্ঞানী মনিরুল আই খান বলেন, ‘মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা বাড়তে থাকবে তখন এ ধরনের অসহিষ্ণু আচরণ দেখতে পারি।’
মনোবিজ্ঞানীরা বলছেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা ও রিজেকশন সেন্সিটিভিটি মতো রোগ সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার অভাবই এর অন্যতম কারণ।
মনোবিজ্ঞানী শেলিনা ফাতেমা বিনতে শহীদ বলেন, ‘অন্যের প্রতি সহনশীলতা দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। যেকোন বিষয় পেতেই হবে এমন নয়, লাইফে অনেক কিছু আছে যা আমাদের ছেড়ে দিতে হয়। এই বিষয়গুলো বাবা-মার জায়গা থেকে শেখাতে হয়। ভুল আচরণটা আসলে সঠিকভাবে শাস্তিপ্রাপ্ত হচ্ছে না।
এদিকে এ ধরণের ঘটনার কোন বিচার না হওয়া ও শাস্তি না পাওয়া পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন মানবাধিকার অ্যাডভোকেট সালমা আলী।
তিনি বলেন, ‘মোবাইল ফোনে ভিডিওটা তোলা হয়েছে। আমরা প্রতিরোধ করার ব্যাপারে কি করলাম সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমরা পনেরো দিনের মধ্যে চার্জশিট দেখতে চাই।’
সামাজিক পরিমণ্ডলে এ ধরণের অপরাধের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী ও সচেতনতা বৃদ্ধি না করা গেলে এ ধরণের অপরাধ বেড়েই চলবে বলে আশংকা প্রকাশ করেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন