বিচারের দাবিতে ধর্ষকের বাড়িতে তরুণীর অনশন
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রামে সভ্রম হারিয়ে উপযুক্ত বিচারের দাবিতে ধর্ষকের বাড়িতে এক সপ্তাহ ধরে অনশন করছেন ধর্ষিতা (১৯)। মামলা দিতে মাতব্বরদের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন ওই তরুণীর বাবা।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের দিনমজুর আমিনুর হকের মেয়ে প্রতিবেশী ও বান্ধুবী শিউলিদের বাড়িতে ঘুমাতে যায়। রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে ওঁৎ পেতে থাকা একই গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি শিমুল (২৮) ও তার দুই সহযোগী মেয়েটির মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের পর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। তবে সহযোগীদের বাধায় মেয়েটি পালিয়ে জীবন রক্ষা করে।
তরুণীটির বাবা অভিযোগ করে জানান, স্থানীয় মাতব্বররা শালিস বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এতে সমঝোতায় না আশায় আমার পরিবারকে একঘরে করারও হুমকি দেন তারা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রধান বলেন, ‘ধর্ষিতার পরিবারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে, কিন্তু কতিপয় মাতব্বরের বাধার কারণে মেয়েটির বাবা মামলা করতে সাহস পাচ্ছে না বলে আমি শুনেছি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনিশঙ্কর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যানের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটির বাবাকে থানায় ডেকে এনে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন