বিচার সুষ্ঠু না হলে শিশুদের উপর এমন ঘটনা ঘটতেই থাকবে!
বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের উপর বার বার এরকম নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। বিচার ব্যবস্থা সুষ্ঠু না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় গুলিবিদ্ধ নবজাতক ও তার মাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমরা দিনে দিনে বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি। তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।’ সাবেক এই রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবার সামনে শিশুদের নির্যাতন করা হলেও কেউ আর এগিয়ে আসে না। শিশুকে রক্ষার চেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে।’
মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন