বিচার সুষ্ঠু না হলে শিশুদের উপর এমন ঘটনা ঘটতেই থাকবে!
বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের উপর বার বার এরকম নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। বিচার ব্যবস্থা সুষ্ঠু না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় গুলিবিদ্ধ নবজাতক ও তার মাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমরা দিনে দিনে বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি। তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।’ সাবেক এই রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবার সামনে শিশুদের নির্যাতন করা হলেও কেউ আর এগিয়ে আসে না। শিশুকে রক্ষার চেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে।’
মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন