‘বিচ্ছিন্নভাবে আইএস থাকতে পারে’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্ট্রেটের (আইএস) সদস্য এদেশে থাকতে পারে। সংঘবদ্ধভাবে আইএস থাকতে পারে বলে সরকার মনে করছে না।’
বাংলাদেশ আইএস জঙ্গি রয়েছে যুক্তরাজ্যের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।’
তিনি বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে।’
আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। সকাল দশটার দিকে মুক্তিযুক্ত বিষয়কমন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন