বিচ্ছেদের কারণ চুমু!

তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন মার্কিন গায়ক ও অভিনয়শিল্পী মার্ক অ্যান্থনি। সেটাও টিকল না। মাত্র দুই বছর সংসার করলেন ভেনেজুয়েলার মডেল শ্যানন ডি লিমার সঙ্গে।
বেশ কিছুদিন যাবৎই অ্যান্থনি আর শ্যাননের বিচ্ছেদ হয় হয় গুজব শোনা যাচ্ছিল। দুজনকে জনসমক্ষে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল গত আগস্ট মাসে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক কনসার্টে। সেই কনসার্টে একটি দ্বৈত গান পরিবেশন করেন অ্যান্থনি তাঁর সাবেক স্ত্রী জেনিফার লোপেজ। ব্যাপারটা তখনো শুধু গান পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার চটেছেন শ্যানন। কারণ, গত বৃহস্পতিবার রাতে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে এক পুরস্কার প্রদানের সময় অ্যান্থনি ও জেনিফার একে অপরকে ঠোঁটে চুমু খেয়ে বসেন! জনসমক্ষে এমন আচরণ, শ্যানন তো খেপবেনই। এই কাণ্ডের পরপরই অ্যান্থনি আর শ্যাননের বিচ্ছেদের খবর পাওয়া গেল।
যদিও জেনিফার লোপেজের ব্যবস্থাপক বেনি মেডিনা শতভাগ নিশ্চিতভাবে বলছেন যে তাঁদের দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। কিন্তু জেলো আর অ্যান্থনি এখনো তাঁদের সন্তানদের সঠিকভাবে লালনপালন আর ব্যবসার খাতিরে যোগাযোগ যে রাখেন, তা কিন্তু মিথ্যা নয়। এদিকে এহেন কাণ্ডের ঠিক আগমুহূর্তেই সাবেক স্বামীর ভূয়সী প্রশংসা করেন জেনিফার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন