বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!
ফের ‘ধামাকা’ সানি লিওনের। আর সানির এমন কথা শুনে সবার চোখ কপালে। কী বলেছেন সানি? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন থেকে ক্যারিয়ার এবং স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পরিচয় ও বিয়ের কথা অকপটে মুখ খুলেছেন।
সাক্ষাৎকারে সানি লিওনকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে তিনি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন? ড্যানিয়েল কি হাঁটু গেড়ে সানির পাণিপ্রার্থী হয়েছিলেন? কিন্তু, উত্তরে সানি যা বলেন তা হাঁ-হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ সানি জানান, ড্যানিয়েলের সঙ্গে বিছানায় থাকার সময় বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। সানির অনামিকায় ড্যানিয়েল নাকি বাগদানের আংটি পরিয়ে দিয়েছিলেন। বিছানায় তারা তখন কেমন অবস্থায় ছিলেন সে কথা খুলে বলেননি সানি।
সানি জানিয়েছেন, ২০০৮ সালে ড্যানিয়েলের সঙ্গে আমেরিকায় একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। সুদর্শন ড্যানিয়েলকে দেখে প্রথম দর্শনে ভালো লাগলেও মনে হয়েছিল মানুষটি সম্পূর্ণ তার বিপরীত। কোনোভাবেই তার সঙ্গে খাপ খান না। কিন্তু, ড্যানিয়েলের সঙ্গে পরিচয় হতেই ভুল ভাঙে সানির। দুজন নাকি একটা রেস্তোরাঁয় বসে ঘণ্টার পর ঘণ্টা ওয়াইন পান করেছিলেন। ভুলেই গিয়েছিলেন কোনো খাবারের অর্ডার দিতে। সানি জানিয়েছেন, ড্যানিয়েল এবং তিনি ভুলেই গিয়েছিলেন তারা রেস্তোরাঁয় বসে আছেন। ড্যানিয়েল নাকি সানিকে জানিয়েছিলেন প্রথম দর্শনেই তিনি প্রেম পড়েছিলেন। কিন্তু, প্রকাশ করেননি। সানির আক্ষেপ এর পর ৩ বছর ড্যানিয়েলের সঙ্গে লিভ-ইন রিলেশন কাটানোর পর বিয়ে করেছিলেন। এতটা সময় যেকোনো মহিলার জীবনে বিশাল সময় বলে মনে করেন সানি। বিশেষ করে যখন তারা জানতেন একে অপরকে বিয়ে করা ছাড়া গতি নেই।
সানি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একটি সুন্দর জুয়েলারি বক্স কিনবেন বলে ভাবছিলেন। হঠাৎই একদিন ড্যানিয়েল তাকে একটি জুয়েলারি বক্স উপহার দেন। জুয়েলারি বক্সের মধ্যে থাকা আংটি যে ড্যানিয়েল পকেটে ঢুকিয়ে রেখেছিলেন তা সানি কল্পনাও করেননি। বিষয়টি তার মাথাতে ঢোকে যখন বিছানায় ড্যানিয়েল বিয়ের প্রস্তাব দিয়ে আংটিটি পরিয়ে দেন।
সূত্র : এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













