‘বিছানায় প্রস্রাব করা’য় মাকে মারধর, নারী গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলায় বিছানায় প্রস্রাব করার অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করেছেন তাঁর মেয়ে।
গত রোববার মারধরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পুলিশ মারধরের অভিযোগে বৃদ্ধার মেয়ে ও জামাতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া নারীর নাম চন্দ্রবতী (৫২)। তিনি বৃদ্ধ মাকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন বলে ভিডিওতে দেখা গেছে।
মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন চন্দ্রবতীর সহোদর ভাই। পরে তিনি ভিডিওটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভিডিওটির বিষয়ে কেরালার পুলিশ কর্মকর্তা আজাদ এনডিটিভিকে বলেন, ‘ওই বৃদ্ধার ছেলের দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাঁর বোন চন্দ্রবতী প্রস্রাব করার অপরাধে মাকে নির্মমভাবে পেটান। এ ছাড়া তাঁদের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধও চলছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
তবে চন্দ্রবতী পুলিশকে জানিয়েছেন, তিনি মায়ের দেখাশোনা করেন। অথচ সেটা তাঁর দায়িত্ব নয়। দায়িত্ব তাঁর ভাইদের।
পুলিশ ওই বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন