বুধবার, অক্টোবর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজিএফের চাল আত্মসাতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর : জেলার কমলনগরের চরফলকন ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে চাল ও টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী কমলনগরের চর ফলকন গ্রামের জেলে মো. ফারুক।

এর আগে রোববার (৩১ জুলাই) মৎস্যজীবী জেলেদের জন্য বিশেষ বরাদ্দের ভিজিএফের চাল ও অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির টাকা আত্মাসাতের অভিযোগে জেলা সিনিয়র স্পেশাল জজ ও দুর্নীতি দমন ট্রাইব্যুনালে এ মামলা করা হয়।

মামলার এজাহার সূত্র জানায়, জাটকা ও মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা মৎস্যজীবী জেলে পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য চর ফলকন ইউনিয়নে গত মে ও জুন মাসে ২৩ দশমিক ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। ওই ইউনিয়নের কার্ডধারী ৫৮০ মৎস্যজীবী জেলে পরিবার রয়েছে।

ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বরাদ্দকৃত চাল উত্তোলন করলেও যথা নিয়মে নির্দেশিত উপায়ে জেলেদের মধ্যে তা বিতরণ করেননি। ওই দুই মাসের একসঙ্গে বিতরণ দেখিয়ে কিছু সংখ্যক জেলের মধ্যে চাল বিতরণ করেন। অবশিষ্ট চাল বিতরণ না করে মাস্টাররোল ও রেজিস্টারে তালিকাভুক্ত জেলেদের টিপ ও স্বাক্ষর জালিয়াতি করা হয়। পরে ওই সরকারি চাল তিনি বিক্রি করে টাকা আত্মাসাৎ করেছেন। এজাহারে ৫০ জন তালিকাভুক্ত মৎস্যজীবী জেলেকে সাক্ষী করা হয়।

এ ছাড়াও ২০১৫-১৬ অর্থ-বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ২য় পর্যায়ের আওতায় চরফলকনে তিনটি রাস্তা মেরামতের প্রকল্প অন্তর্ভুক্ত হয়। ইউনিয়নের কলেজ রাস্তা মেরামতের জন্য ৪৬ শ্রমিকের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার, মাতাব্বর হাট থেকে জাজিরা রাস্তা মেরামতের জন্য ৫০ শ্রমিকের বিপরীতে ৪ লাখ এবং হাইস্কুল রাস্তা মেরামতের জন্য ৩০ শ্রমিকের বিপরীতে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এসব রাস্তায় কোন কাজ না করেই চেয়ারম্যান টাকা উত্তোলন করে আত্মসাত করেন বলে অভিযোগে বলা হয়।

বাদীর আইনজীবী এমএ মালেক বলেন, ‘রোববার দুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য নোয়াখালী দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।’

বাদী মো. ফারুক বলেন, ‘ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ তালিকাভুক্ত জেলেদের চাল না দিয়ে আত্মসাত করেছে। তিনি তিনটি রাস্তা মেরামতের কোনো কাজ না করেই সরকারি টাকা উত্তোলন করে পকেট ভারি করেছেন। এ সব ঘটনার সাক্ষী রয়েছে। তার উপযুক্ত বিচার দাবি করছি।’

এ ব্যাপারে চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘মামলায় আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ইউপি নির্বাচনে প্রার্থিতার বিরোধের জের ধরে একটি মহল চক্রান্ত করছে। তারা হয়রানি করতে পরিকল্পিতভাবে মামলা দায়েরসহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান

‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা

লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন

অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন

  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
  • ভিডিও কলের মাধ্যমে বিয়ে হওয়ার পর স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে মায়া
  • রাতে স্ত্রীর সঙ্গে দেখতে পেয়ে যুবককে হত্যা
  • লক্ষ্মীপুরের যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, অবশেষে স্বামীর ফাঁসি
  • পরীক্ষায় কথা বলতে নিষেধ করায় কলেজে ছাত্রলীগের তালা
  • লক্ষ্মীপুরে অনৈতিক কাজের অপবাদে প্রবাসীর স্ত্রীকে মারধর
  • প্রবাসীর স্ত্রীকে মারধর ও যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করলেন ইউপি সদস্য
  • চাঁদা না পেয়ে অটোচালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে
  • লক্ষ্মীপুরের প্রবাসীর স্ত্রীর গোপনে আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে ধর্ষণ!