বিজিবির কঠোর অবস্থানে কমেছে পাচার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর অবস্থানের কারণে সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের পাচার কমেছে।
আজ রোববার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে ‘বিজিবি দিবস-২০১৫’ উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রিয় বিজিবি সদস্যবৃন্দ, সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে আপনারা পূর্বের চেয়ে অনেক বেশি সফলতা অর্জন করেছেন। সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের কারণে চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকপাচার, সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে।’
বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ-হত্যাকাণ্ড এ বাহিনীর ইতিহাসে একটা কালো অধ্যায়। সে সময় সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মতো ন্যক্কারজনক ও অস্থিতিশীল পরিস্থিতি আমাকে মোকাবিলা করতে হয়েছিল। আপনাদের সম্মিলিত সহযোগিতায় সেদিনের সংকট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছিলাম এবং পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছিলাম। সেদিনের ঘটনায় যাঁরা শাহাদাতবরণ করেছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বিজিবির ঐতিহ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ ২২০ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। এ বাহিনীর রয়েছে গৌরবময় সমৃদ্ধির ইতিহাস। মুক্তিযুদ্ধে আজকের বিজিবি ও তৎকালীন ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) গৌরবময় ভূমিকা প্রশংসনীয়।’
মুক্তিযুদ্ধে বিজিবির অবদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এ বাহিনীর দুজন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও শহীদ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম, ৭৭ জন বীর প্রতীক মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করে মুক্তিযুদ্ধের সম্মাননা পেয়েছিলেন।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিজিবি সদস্যরা বিশেষ কুচকাওয়াজে অংশ নেন। ওই সময় প্রধানমন্ত্রীসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন