বিজেপি মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে নামতে বললেন মমতা

রাজ্যে বিজেপি মোকাবিলায় মাঠে নামার জন্য তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল শনিবার কালীঘাটের বাড়িতে দলের নীতিনির্ধারণ কমিটিতে মমতা এ নির্দেশ দেন। তিনি বলেন, বাংলায় বিভেদের রাজনীতি তিনি আর কোনোভাবেই বরদাশত করবেন না। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোরভাবে এবার থেকে ময়দানে নামতে চান তিনি।
আগামীতে পশ্চিমবঙ্গের তমলুক ও কোচবিহার লোকসভা এবং মন্তেশ্বর বিধানসভার উপনির্বাচন। সেই নির্বাচনে এবার বিজেপিকে লক্ষ্য করে ময়দানে দলীয় নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।
বিজেপির উদ্দেশে মমতা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিজেপির প্রতীক লাগাচ্ছে, যা আগে কখনো ঘটেনি। দেশজুড়ে বিভেদের রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, ‘পশ্চিম বাংলার বুকে আমরা এখনো ঐক্যবদ্ধ রয়েছি। বাংলায় শান্তি রয়েছে। সেই শান্তি নষ্ট করার চেষ্টা হলে আমরা কাউকে ছেড়ে দেব না।’ তিনি আরো বলেন, বিজেপি এখন মাঝেমধ্যে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। এসবের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির এই উত্থানকে রোধ করার ডাক দেন তিনি।
মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো অবস্থায় দেশ এবং রাজ্যের সংহতির পরিবেশ নষ্ট করা যাবে না। মানুষে মানুষে যে সুসম্পর্ক রয়েছে, তা বজায় রাখতে হবে। যারা এই বিভেদ ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন