শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজ্ঞানীদের চোখে ব্ল্যাকহোল

একটা নক্ষত্রের কথা ভাবতে পারি। সেই নক্ষত্রটার ভর সূর্যের ভরের চেয়ে দেড়গুণেরও বেশি। অর্থাৎ নক্ষত্রটা সূর্যের চন্দশেখর লিমিটকে ছাড়িয়ে গেছে। এখন তার নির্মম মৃত্যুতে কেউ আর বাধা দিতে আসবে না। ধরা যাক নক্ষত্রটার ভেতরের জ্বালানি ফুরিয়ে আসছে। তাই নক্ষত্রটার ভেতরের নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রায় বন্ধের পথে। সুতরাং সেটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। মানে ছোট হয়ে আসছে। কিন্তু তার ভেতরের ভর তো কমছে না। বরং ভেতেরে পদার্থগুলো চলে আসছে পরস্পরের কাছাকাছি। তাই তাদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলের মানও বাড়ছে। দূরত্ব আরো নিবিড় হচ্ছে। একসময় নক্ষত্রটির আয়তন কমতে কমতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যে তখন সে তার চুপসে যাওয়াকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। নক্ষত্রের এই অবস্থার ব্যাসার্ধ্যকে বলে ক্রান্তিও ব্যাসার্ধ। ক্রান্তীয় ব্যাসার্ধ অতিক্রম করার সাথে সাথে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে সংকোচন শুরু হয়ে যাবে। নক্ষত্রটির আয়তন কমতে কমতে এমন এক অবস্থানে পৌঁছাবে যখন সেটা একটা বিন্দুতে পরিণত হয়ে যাবে।

প্রায় আয়তনশূন্য একটা বস্তুর ভর যদি সূর্যের ভরের দ্বিগুণ হয় তবে তার ঘনত্ব কত হবে! নিশ্চয়ই সেটা অনুমান করা দুঃসাধ্য। তেমনি সেই বস্তুর মহাকর্ষ টানের পরিমাণও আমরা কল্পনায় আনতে পারি কীভাবে? আর এই বিশাল মহাকর্ষ টান উপেক্ষা করে তা থেকে কোনো বস্তুই বেরিয়ে যেতে পারে না। নক্ষত্রের এই অবস্থাকেই বলে ব্ল্যাকহোল।

শুধু বস্তু কেন, কোনো প্রকার আলোক রশ্মিও ব্ল্যাকহোল থেকে বেরোতে পারে না। নক্ষত্র থেকে আলো আগেই বেরিয়ে গেছে, তাই আলো থাকার কথা নয়। তবে এ ধারণা ভুল। কিছু আলো মুত্যুর আগ পযর্ন্ত নক্ষত্রের ভেতরে থেকে যায়। নক্ষত্রের আয়তন ক্রান্তীয় ব্যাসার্ধ পৌঁছানোর সময় একেবারে কম হলেও কিছু আলো অবশিষ্ট থাকে । এইর আলোটাও ব্ল্যাকহোল থেকে বেরুতে পারে না।

আইনস্টাইনের স্পেশাল থিয়োরি অব রিলেটিভিটি বলে, আলো গতি মহাবিশ্বের সব জায়গায় এক। এই গতি কখনো যেমন বাড়ানো কমানো যায় না তেমনি একে থামানোরও উপায় নেই। তাহলে ব্ল্যাকহোলের মহাকর্ষ টানের প্রভাবে থামে কীভাবে? তাহলে কী ব্ল্যাক হোল থিয়োরি ভুল, নাকি আইনস্টাইনের থিয়োরি? আসলে কোনোটাই ভুল নয়। এর সমাধান রয়েছে আইনস্টাইন সাধারণ থিয়োরি অব রিলেটিভিটিতে। এ থিয়োরিতে আইনস্টাইন বলেছেন- নক্ষত্রের মতো বিশাল ভরের বস্তু পাশ দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি গতিপথ বেঁকে যায়।

ব্ল্যাকহোলেও একই ব্যাপার ঘটে। ব্ল্যাকহোল থেকে নির্গত আলোক রশ্মি এর মহাকর্ষ বলয় থেকে বের হতে চাইলেও পারবে না। মহা শক্তিশালী মহাকর্ষ টানে বার বার বেঁকে যাবে, গতিপথ পরিবর্তন করবে কিন্তু  বের হতে পারবে না আবার থামবেও না। প্রতিটা গ্রহ-নক্ষত্রের মহাকর্ষীয় বলের সীমা আছে। সেই সীমা অতিক্রম করতে হলে একটা নির্দিষ্ট বেগ অজন করতে হয় বস্তুকে। একে ওই বস্তুর মুক্তিবেগ বলে।

পৃথিবীর মুক্তিবেগ সেকেন্ডে ১১.২ কিলোমিটার। কোনও বস্তুকে পৃথিবীর মহাকর্ষবল কাটিয়ে মহাকাশে যেতে হলে তার বেগ এই মুক্তিবেগের বেশি হতে হবে। যেসব মহাশূন্যযান পৃথিবী থেকে অন্যগ্রহে অভিযান চালাতে যায় তাদের গতি ১১.২ কিলোমিটারের চেয়ে বেশি হতে হয়। ব্ল্যাকহোলের মুক্তিবেগ আলোর বেগের চেয়ে বেশি। তাই ব্লাকহোল থেকে আলো বেরুতে পারে না।

এমনকী দূরের কোনো নক্ষত্রের আলো ব্ল্যাক হোলের গায়ে এসে পড়বে সে উপায়ও নেই। ব্ল্যাক হোলের মহাকর্ষ বলের প্রভাবে বেঁকে অন্য দিকে ঘুরে যায়, ব্ল্যাক হোলের শরীর স্পর্শ করার সাহস যেনো সেসব আলোর নেই।

ব্ল্যাকহোল যদি নাই দেখা যাবে তবে ব্ল্যাকহোল যে আছে তার প্রমাণ কী? একজন অন্ধ লোক, চোখে দেখে ন। কিন্তু না দেখেও দিব্যি সে সাদাছড়ি নিয়ে চলাফেরা করে। কীভাবে করে? সাদা ছড়িটায় তাকে জানিয়ে দেয় সামনে কী আছে না আছে। তেমনি অন্ধের মতো বিজ্ঞানীদের হাতেও কিছু আছে সাদাছড়ি। কথা আগেই বলেছি; দূরের কোনো নক্ষত্র থেকে আলো এসে ব্ল্যাক হোলের শরীর স্পর্শ করার আগেই বেঁকে যাওয়া সেই আলোক রশ্মিই বিজ্ঞানীদের সাদাছড়ি। বেঁকে যাওয়া এই আলোর গতি প্রকৃতিই ব্ল্যাকহোলের অস্তিত্বের ঘোষণা দেয়। এই আলোকরশ্মির একটা নাম আছে। হকিং বিকিরণ। স্টিফেন হকিংয়ের নামে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!