বিজয়ের ব্যাটে জবাব দিচ্ছে ভারত

আগের দুই ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে চতুর্থ টেস্টে জয়ের কোন বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। অভিষিক্ত জেনিংসের শতকের উপর ভর করে প্রথম দিনটা ভালোই কাটে স্বাগতিকদের। তবে দিনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। বাটলারের অর্ধশতের উপর ভর করে ৪০০ তে থামে সফরকারীদের প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরায় বিজয় ও পুজারা। দিন শেষে বিজয় ৭০ আর পুজারা ৪৭ রান নিয়ে অপরাজিত আছে। আর আউট হওয়ার আগে লোকেশ রাহুল করেন ২৪ রান।
এর আগে দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। তৃতীয় ওভারেই ফিরে যান বেন স্টোকস (৩১)। রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত এক বলে কোহলির তালুবদ্ধ হন। এরপর দ্রুত সাজঘরে ফেরেন ক্রিস ওকস (১১) আর আদিল রশিদও (৪)। ৩৩৪ রানে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন সাড়ে তিন শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
এরপরই দেখা মিলে বাটলারের। নবম উইকেটে জ্যাক বলকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। ৩১ রান করে বলের বিদায়ের পর এরপর আর বেশি দূর যেতে পারেননি আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। জাদেজার বলে বোল্ড হওয়ার আগে বাটলার করেন ৭৬ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন