বিজয়ের মাসে জসিম উৎসব

দেশীয় চলচ্চিত্রের শক্তিশালী নায়ক জমিসের গৌরবময় পরিচয় হলো- তিনি মুক্তিযোদ্ধা। প্রায়ত এ নায়ক মহান একাত্তরে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে রণাঙ্গনে লড়েছিলেন।
তার স্মৃতির উদ্দেশ্যে বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজন করা হচ্ছে ‘জসিম উৎসব-২০১৬’। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে এ আয়োজন।
এর অন্যতম আয়োজক ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’। তাদের বর্ষপূর্তি উপলক্ষে উৎসবটি হচ্ছে।
এ প্রসঙ্গে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল বলেন, ‘জসিম প্রায় ৩০০ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এবং তিনি বীর মুক্তিযোদ্ধা। তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরে বিএফডিসিতে ব্যাপক আকারে এ আয়োজন।’
আয়োজনের সূচি সম্পর্কে জানা যায়, এতে মুক্তিযুদ্ধ ও দেশীয় চলচ্চিত্রে জসিমের অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠান থাকবে। অালোচনায় অংশ নেবেন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পীরা। থাকছে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন