বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থী নয়: ইসি

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ মঙ্গলবার ইসির উপ সচিব সামসুল আলম স্বক্ষরিত একটি চিঠি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্দেশনা দিতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি।
বিজয় দিবসের অনুষ্ঠানের সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতা জানিয়ে চিঠি দেওয়া হল বলে উল্লেখ করা হয় চিঠিতে।
“পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না” রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়।
এ অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যে ইসি নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন