বিডিআর বিদ্রোহ: এটি ছিল পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড
বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহ মামলায় হাইকোর্টে শুরু হওয়া ডেথ রেফারেন্সের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি চার থেকে পাঁচ দিনের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার শুনানি শুরু হওয়ার পর বিরতির সময় আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘১৫২ জনের দণ্ডটা বিভিন্ন কারণে দেওয়া হয়েছে। কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, কেউ অস্ত্র নিয়ে দরবার হলের আশপাশে ছিলেন, কেউ পিলখানার আশপাশে ঘোরাফেরা করেছেন। আবার কেউ লাশ গুম করার সঙ্গে জড়িত ছিলেন।’
তিনি বলেন, ‘এই বিচার হচ্ছে সাধারণ আইনে। তাই সব রকমের সুযোগসুবিধা দিয়ে এই বিচার সম্পন্ন হয়েছে। নিয়ম হল নিম্ন আদালত কোনো আদেশ দিলে হাইকোর্ট যতক্ষণ সে মৃত্যুদণ্ড কনফার্ম না করে, সে পর্যন্ত এটি কার্যকর হয় না। তবে এখন চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট হয়তো এটি কমাতেও পারেন।’
তিনি আরও বলেন, ‘আজ আমি রাষ্ট্রপক্ষে আমার বক্তব্য শুরু করেছি। আমি আদালতে বলেছি, এটি ছিল পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড। পিতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, আর্মি অফিসারদের সঙ্গে তাদের সৈনিকদের সে সম্পর্ক ছিল। কিন্তু তারা তাদের সে সম্পর্ক পদদলিত করেছে। মৃত্যুর আগে যেভাবে অফিসারদের নির্যাতন করা হয়েছে, তাদের অসম্মান করা হয়েছে তা তুলনাহীন। তাই আমি বলব, এ রকম ঘটনার দণ্ডের ব্যাপারে কোনোরকম অনুকম্পা দেখানোর সুযোগ নেই। এতে চরম দণ্ড না হলে ন্যায় প্রতিষ্ঠা হবে না।’
প্রসঙ্গত, পিলখানায় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে মোট সাজাপ্রাপ্ত ৫৭৫ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তৎকালীন ডিএডি তৌহিদসহ ১৫২ জন বিডিআর সদস্য। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন।
বিশ্বের ইতিহাসে একটি মামলায় সবচেয়ে বেশি আসামির ফাঁসির আদেশের রেকর্ড গড়েছে রায়টি।
এ ছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বর্তমান বিজিবি, তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের নামে ৫৭ সেনা অফিসারসহ মোট ৭৪ জনকে হত্যা করেন বিপথগামী বিডিআর সদস্যরা। যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল কলঙ্কজনক ঘটনা বলে পরিচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন