বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায় (ভিডিওসহ)
কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে বিদায় নিতে হয়েছে আসরের হট ফেবারিট ব্রাজিলকে। এরফলে দীর্ঘ ২৯ বছর পর কোপার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়লো তারা। অপরদিকে বিতর্কিত ওই গোলেই ম্যাচ জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করে পেরু।
সোমবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন আর হারলে আসর থেকে বিদায় -এমন সমীকরণে খেলতে নামে ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে দুঙ্গার শিষ্যদের।
বদলি হিসেবে খেলতে নামা পেরুর খেলোয়াড় রাউল রুইদিয়াসের দেওয়া বিতর্কিত গোলে টুর্ন্টামেন্ট থেকে ছিটকে পড়ে ব্রাজিল। হাত দিয়ে গোল করেন তিনি। কিন্তু সেটি ধরতে পারেননি রেফারি। সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান উরুগুইয়ান রেফারি আন্দ্রেস কুনহা। বির্তকিত এ গোলের ফলেই ছিটকে পড়ে ব্রাজিল। আর এ গোলের সুবাধে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভেসেছে পেরু।
প্রথম থেকেই ব্রাজিল বেশ আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। একের পর এক আক্রমণে পেরুর গোলরক্ষককে ব্যস্ত রাখেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু বেশ দক্ষতার সঙ্গে গোলপোস্ট আগলে রাখেন পেরুর গোলরক্ষক। ব্রাজিল আক্রমণাত্মকভাবে খেললেও পেরু প্রথমার্ধে রক্ষণাত্মকভাবেই খেলেছে। প্রথমার্ধে গোলশূন্য থেকেই ব্রাজিল বিরতিতে যায়।
তবে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মকের খোলস ছেড়ে পেরুও আক্রমণ শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমে ওঠে।
খেলার ৭৫ মিনিটে ঘটে সেই অঘটন। পেরুর রুইদিয়াস হাত দিয়ে বির্তকিত গোলটি করেন। যা টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় যে ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠান তিনি। তবে কোপার আসরে টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আর মাঠে থাকা রেফারি তার সহকারীর সঙ্গে অনেক আলোচনা করেও হ্যান্ডবলটি ধরতে পারেননি।
ব্রাজিলের ফুটবলারদের ও মাঠে উপস্থিত ব্রাজিলের হাজার হাজার দর্শককে হতাশ করে রেফারি পেরুর গোলের সিদ্ধান্ত নেন।
শেষ ১৫ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে তাদের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এদিন।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে অবস্থান করছে পেরু। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। যেখানে ৩ ম্যাচে একটিতে জয়, একটি ড্র এবং এক হারে ৪ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
https://youtu.be/M-b8lAf0Ec0
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন