বিতর্কিত সাক্ষাৎকারের পরেই বিয়ে ভাঙল, দেশ ছাড়লেন নার্গিস!

‘আজহার’ মুক্তির আগেই নার্গিসের যে বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে মুম্বইয়ের একটা নামী ওয়েবসাইটে, তা শুনে আক্কেল গুরুম অনেকেরই। কী না বলেছেন সেখানে! রণবীর সিংহ নাকি ‘লেডি গাগার মেল ভার্সান’। ব্যাটম্যান না সুপারম্যান, কার সঙ্গে প্রেম করবেন তিনি জানতে চাইলে বলেন, ‘যার পুরুষাঙ্গ বড় হবে তাকে পেলে বেশি ভাল হয়।’ এমনকি দীর্ঘদিন ধরে যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক, আর ক’দিনের মধ্যেই যাঁর সঙ্গে তাঁর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, সেই উদয় চোপড়াকে নিয়ে পর্যন্ত তিনি বাজে রসিকতা করতে ছাড়েননি! নার্গিসের এই বিতর্কিত সাক্ষাৎকারের পরেই বলিউড জুড়ে এখন তোলপাড় হচ্ছে। শোনা যাচ্ছে উদয় চোপড়া নাকি নার্গিসকে জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে আর নার্গিসকে বিয়ে করা সম্ভব নয়।
বি-টাউনের একটি সূত্রের দাবি, উদয়ের মুখে এই কথা শোনার পরেই একেবারে ভেঙে পড়েন নার্গিস এবং প্রায় রাতারাতি চলে যান নিউ ইয়র্কে। নার্গিসের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে এক মাস ছুটি নিচ্ছেন তিনি। তবে আসল কারণ যাই হোক না কেন, নার্গিস দেশ ছাড়ায় প্রবল সমস্যা পড়েছেন প্রযোজকরা। নার্গিসের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। যার শুটিং চলছে। এ দিকে নাকি ফোনও ধরছেন না নার্গিস। সব মিলিয়ে বলিউডে এখন তাঁকে ঘিরে জল্পনার যে ঝড় উঠেছে তা তিনি নিজে বা উদয় চোপড়া মুখ না খোলা পর্যন্ত চলতেই থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন