বিতর্কিত সিদ্ধান্তের বলি সাব্বির

ইনিংসের প্রায় শেষপর্যায়ে উইকেটে এসেছিলেন সাব্বির রহমান। খেলার তখন বাকি আর মাত্র ৭ ওভার। শেষমুহূর্তে ঝড়ো ব্যাটিং করে স্কোরটা বড় করতে পারবেন, এমন প্রত্যাশাই ছিল বাংলাদেশের সমর্থকদের। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে মাত্র দুই রান করেই সাজঘরে ফিরতে হয়েছে সাব্বিরকে।
৪৫তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন সাব্বির। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের গুগলিটি ঠিকঠাক খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। বলটা লেগেছিল সাব্বিরের থাই প্যাডে। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পর তর্জনী তুলে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার সারফুদ্দৌলা।
যদিও পরে টেলিভিশন রিপ্লে থেকে দেখা গেছে, সেটা আউট ছিল না। স্ট্যাম্পে আঘাত হানত না বলটি। চলে যেত স্ট্যাম্পের ওপর দিয়ে। সিদ্ধান্তটি যে ভুল ছিল, সেটি সঙ্গে সঙ্গেই বলেছিলেন ধারাভাষ্যকাররা। একই রকম মন্তব্য করা হয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাভাষ্যে।
বিতর্কিত এই সিদ্ধান্তের কারণে সাব্বিরকে সাজঘরে ফিরতে না হলে বাংলাদেশের স্কোরটা আরো বড় হতে পারত। শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ২৬৫ রান। শেষ ১০ ওভারেই বাংলাদেশ হারিয়েছে সাতটি উইকেট। তামিম করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান। ৬২ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন