বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিতর্কেই কমবে জাতীয় সমস্যা : খুবি উপাচার্য

সমাজে বিতর্ক যত বেশি হবে, যুক্তি প্রাধান্য পাবে, মতবিরোধ ও সংঘাত-সংঘর্ষ তত কমে যাবে বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘বেশি করে বিতর্ক’ হলে জাতীয় অনেক সমস্যার সমাধান ‘সম্ভব’ বলেও মনে করেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে শনিবার বিকাল ৫টায় ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব’র আঞ্চলিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘আমাদের সামাজিক অবস্থার উন্নয়নে ও দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য বেশি করে বিতর্ক চর্চার প্রয়োজন। যুক্তিনির্ভর সমাজ গঠনের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। সমাজে যত বেশি বিতর্ক হবে, তত যু্ক্তি প্রাধান্য পাবে। ফলে সংঘাত, সংঘর্ষ, গায়ের জোর প্রয়োগ কমে যাবে।’

তিনি বলেন, ‘বিতর্কই একটি সমাজকে বুদ্ধিবৃত্তিক স্তরে নিয়ে যায়। বিতর্কের জন্য যুক্তির অনুসন্ধান করতে হয়। আর এর মাধ্যমে জ্ঞানের নিরন্তর সাধনায় মগ্ন থাকে বিতর্ক চর্চায় যুক্ত যারা।’

‘বিতর্ক নানা যুক্তি ও উদ্ভাবনের পথ তৈরি করে’ এমন মন্তব্য করে শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরামর্শ দেন খুবি উপাচার্য।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন নৈয়ায়িককে বেশি করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্দেশনা দেন এবং একটি ইনোভেশন ক্লাব গঠন ও শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

খুলনা, যশোর, সাতক্ষীরা ও বরগুনা জেলা নিয়ে গঠিত আঞ্চলিক পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং খুলনা বিশ্ববিদ্যালয় দল রানার আপ হয়।

উপাচার্য বিজয়ী দল ও রানারআপ দলের অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ট্রফি তুলে দেন।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন কুয়েটের ছাত্রী রিভু আলম। অনুষ্ঠানে বাংলাদেশ ডিবেটিং ফেডারেশন (বিডিএফ)-এর খুলনা অঞ্চলের আহ্বায়ক এন এ এম সারোয়ার আক্তারের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান।

এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন

  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা