বিদায়বেলায় পরিবার ও বোর্ডকে স্মরণ মাশরাফির

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৪৩ রানে। আর আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন মাশরাফি বিন মুর্তজা। আজ বাংলাদেশ জয় পেল ৪৫ রানে।
গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা জানিয়ে রেখেছিলেন যে, শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অব্সর নিবেন।
তাই এই ম্যাচ নিয়ে সবার আলাদা আগ্রহ ছিল। দলের অন্য খেলোয়াড়রা জানিয়ে রেখেছিলেন যে, তারা ক্যাপ্টেনকে বিদায় জানাতে চান জয় দিয়ে। ঠিক তাই করলেন সাকিব-মোস্তাফিজরা। অসাধারণ একটি জয় তুলে নিলেন তারা।
আজ ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, এটি চমৎকার একটি সিরিজ ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ছিল অসাধারণ। ছেলেদের অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি, জয় দিয়ে শেষ করতে পারাটা বিরাট ব্যাপার। এসব ছেলেদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আমাদের ক্রিকেট বোর্ড ও আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন