বিদেশি ক্রিকেটার বাড়ায় প্রতিযোগিতা দেখছেন মুশফিক
এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়িয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধেই এমনটি করা হয়েছে এবার। সেই সিদ্ধান্ত নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। রাজশাহী কিংসের আইকন ঘোষণার দিনে মুশফিক বলেছেন, ‘যে কোনো সিদ্ধান্তে একটি ভালো দিক, একটি খারাপ দিক আছে। পাঁচ জন বিদেশি ক্রিকেটার যে কোনো দলে থাকলে একজন স্থানীয় ক্রিকেটারের জায়গাটা কমে যাবে। আরেকটি দিকে যদি চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে ক’জন সুযোগ পাবে তাদের অন্যরকম প্রতিযোগিতা করেই আসতে হবে।’
মিশ্র প্রতিক্রিয়া দেখালেও একদিক থেকে প্রতিযোগিতার বিষয়কেই এগিয়ে রাখলেন তিনি, ‘আসলে বিদেশি ক্রিকেটার বাড়ায় কঠিন প্রতিযোগিতাই হবে। কারণ এখানে এমন কোনও বিদেশি খেলোয়াড় আসে না, যারা অনেক নিম্ন মানের বা অন্য কিছু। আমার মনে হয়, এখানে অনেক উঁচু মানের প্লেয়াররা আসে। তাদের সঙ্গে খেললে ও ড্রেসিংরুম শেয়ার করতে পারলে অনেক উন্নতি হয়। এবার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমার মনে হয় এর জন্য উন্নতি হতেও পারে।’
সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ। এই অবস্থায় খেলোয়াড়দের মনসংযোগের অবস্থা কেমন? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশ যে ভাবে ক্রিকেট খেলছে, আমার মনে হয় না এটার বড় কোনো প্রভাব পড়বে। তবে এটা অন্য রকম চ্যালেঞ্জ। আমাদের সামনে বড় জাতীয় দায়িত্ব আছে। অনেক বড় বড় সিরিজ আছে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আপনি যেকোনো ফরম্যাটেই খেলেন না কেন, আপনি রান করলে যেকোনো ফরম্যাটের জন্য উপকার হয়। আমি চেষ্টা করব, আমরা যে ছন্দে আছি, সেটার যেন ধারাবাহিকতা থাকে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন