বিদেশি ক্রিকেটার সংগ্রহে পিছিয়ে মুশফিকের বরিশাল
বিপিএলের গত তিন আসরে তিনটি দলে খেলেছেন মুশফিকুর রহিম। এবার তার হাতে নতুন দল।
গত বছর বরিশাল বুলস বিপিএলের ফাইনাল খেলেছিল। এবার সেই বরিশালেই মুশফিক। এখনও শিরোপার স্বাদ না পাওয়া মুশফিক এবার কি পারবেন সেই আক্ষেপ দূর করতে?
নিশ্চিতভাবেই বরিশাল বুলস এবার শিরোপার স্বপ্ন নিয়ে মুশফিককে দলে নিয়েছে। রানার্সআপ থেকে চ্যাম্পিয়ন হতে চায় তারা।
ঘরোয়া ক্রিকেটারদের সেরা পারফর্মার আছে মুশফিকের দলে। তবে বিদেশি ক্রিকেটার সংগ্রহে পিছিয়ে দলটি।
মুশফিকুর রহিমকে ৫৫ লাখ টাকায় ‘এ’-প্লাস গ্রেড থেকে নেওয়া হয়েছে। গত আসরে মুশফিকুর রহিম ছিলেন সিলেট সুপারস্টার্সে। গত আসর বুলসের হয়ে খেলা দুই ক্রিকেটার আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম এবারও এ দলেই আছেন। ‘এ’ গ্রেড থেকে আল-আমিন ও ‘বি’ গ্রেড থেকে তাইজুলকে রেখে দিয়েছিল বরিশাল বুলস।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের শুরুতেই দলে নেয় মুশফিকের দল। শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী ও নাদিফ চৌধুরীকে দলে নেয় বরিশাল বুলস।
গত আসরে আবু হায়দার রনি দ্যুতি ছড়ান। গত আসরে ২১ উইকেট নিয়ে রনি উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া শামসুর রহমান ছিলেন দ্বিতীয় আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এ পর্যন্ত বিপিএলে ১৭ ম্যাচে শুভ করেছেন ৪৭৫ রান।
গত আসরের দলেই আছেন শাহরিয়ার নাফীস। গত বছর ফাইনালে অসাধারণ খেলেছিলেন শাহরিয়ার। তার ওপর আস্থা রাখতে ভুল করেনি বুলস। তরুণ মেহেদী হাসানও আছেন এ দলে। ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিং করা মেহেদী বল হাতেও দারুণ।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান স্পিন অলরাউন্ডার দিলশান মুনাবেরাকে আগেই নিয়ে রেখেছিল বরিশাল। গত আসরে সিলেটের হয়ে খেলেছিলেন মুনাবেরা। বিদেশিদের মধ্যে তাদের সেরা সংগ্রহ কার্লোস ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতাতে শেষ চার বলে চার ছক্কা হাঁকানো ব্রাফেট এবারই প্রথম বিপিএল মাতাবেন। তবে ক্যারিবীয় অলরাউন্ডার শুরু থেকে থাকতে পারবেন না। ২৪ নভেম্বরের পর যোগ দেবেন স্কোয়াডে। এ ছাড়া জোসুয়া কবও আছেন এ দলটিতে। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসে খেলেছিলেন এ ইংলিশ ক্রিকেটার।
এক নজরে বরিশাল বুলস স্কোয়াড
আইকন/এ প্লাস গ্রেড ক্রিকেটার: মুশফিকুর রহিম।
পুরাতন ক্রিকেটার: আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম।
তালিকার দেশি ক্রিকেটার: শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন খান, শাহরিয়ার নাফীস।
তালিকার বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নাওয়াজ, কার্লোস ব্রাফেট, জসুয়া কব।
তালিকার বাইরে বিদেশি ক্রিকেটার: দিলশান মুনাবেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন