বিদেশি হত্যায় আইএস জড়িত নয়: ভারতীয় গোয়েন্দা সংস্থা
সম্প্রতি বাংলাদেশে বিদেশি দুই নাগরিক হত্যায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা জড়িত নয় বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। বরং এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীরা জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
তারা মনে করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলটির শীর্ষ নেতাদের ‘সঠিক’ বিচার না পাওয়ার প্রতিবাদ এবং পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করতে জামায়াত এ কাজ করতে পারে।
মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির এক শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হতে পারে। দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি চলছে। ঠিক এই সময়েই বিদেশিদের ওপর এই হামলা পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণের জন্যই করা হতে পারে।’
ওই কর্মকর্তা আরও বলেন, বিশ্বজুড়ে আইএস জঙ্গিরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। আর জঙ্গিদের দিয়ে জামায়াত এই হামলাগুলো করিয়ে তা আইএস করেছে বলে প্রচারণা চালাচ্ছে। তারা জানে যে, পশ্চিমারা অবিলম্বে এর নিন্দা করবে এবং হাসিনা সরকার যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সেটি প্রমাণে জামায়াত সক্ষম হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন