শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদেশে ও বাংলাদেশে, দুই জায়গায়ই শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জা পেলো বাংলার টাইগাররা!

দিনের শুরুতেই ব্যাট হাতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পরে পিছু নেয় দুর্ভাগ্যও। টানা তিন বলে তিন উইকেট খোয়ান ইমার্জিং টাইগাররা। কলম্বোতে জাতীয় দলের লড়াইয়ে মাশরাফিরা যেন হেরে যান টসেই। টসে জয় পেয়ে ফিল্ডিং নেয়া যেন ছিলো বড় এক ভুল।

শুরুতে ৩ উইকেট হারানোর পর ইমাজিং কাপে ইনিংস টেনে নিতে ব্যর্থ হন দলের বাকিরা। জাতীয় দলের কন্ডিশনও ছিলো এমন। তামিম, সাব্বির ও মুশফিক মিলে করেন ৪ রান। ভেঙ্গে পড়ে দেশের ব্যাটিং লাইনআপ।

আর ইমাজিং কাপের শেষ দিকে আঘাত নিয়ে ক্রিজ ছাড়েন আবুল হাসান। একই কারণে বোলিং করতে পারেননি জাতীয় দলের বাইরে থাকা এ পেসার। ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো স্বাগতিক বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৮ উইকেটে হার দেখে স্বাগতিকরা।

ম্যাচে বল হাতে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসার আসিথা ফারনানডো। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মুমিনুল হক। তবে ৩ বল বাকি রেখে ১৭৯ রানে গুঁড়িয়ে যায় মুমিনুল বাহিনীর ইনিংস। জবাবে ৩৮.৫ ওভারেই টার্গেট পার করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩। আসরের অপর সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ১২৩ রানে জয় নিয়ে ফাইনালে পৌঁছে পাকিস্তান অনূর্ধ্ব-২৩। আগামীকাল শিরোপার লড়াইয়ে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

গতকাল ম্যাচের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশের যুবারা। আসিথা ফারনানদোর হ্যাটট্রিকে ২০ রানের মাথায় তিন উইকেট হারায় তারা। ওপেনার আফিফ হোসেন উইকেট দেন ৮ রানে। আর ফারনানডোর পরের দুই ডেলিভারিতে উইকেট খোয়ান অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আর দলীয় ৪৬ রানের মাথায় মোহাম্মদ মিঠুনের বিদায়ে চাপ বাড়ে ইমার্জিং টাইগারদের ওপর। আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান নাসির হোসেন। ৫৯ বলে ৩৯ রান করেন নাসির। এতে দলীয় ১২০ রানে সাত উইকেট হারিয়ে বড় লজ্জার মুখে ছিল ইমার্জিং টাইগাররা।

তবে অষ্টম উইকেট জুটিতে ব্যাট হাতে প্রতিরোধ দেখান মোহাম্মদ সাইফুদ্দিন ও আবুল হাসান। ৫৩ রানের জুটি ভাঙে দুঃখজনক ঘটনায়। আঘাত নিয়ে ক্রিজ ছাড়েন আবুল হাসান। আট নম্বরে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ৯ নম্বরে ব্যাট হাতে রিটায়ার্ড আউট ব্যাটসম্যান আবুল হোসেন করেন ২৩ রান। লঙ্কান বল হাতে ১০ ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন আসিথা ফারনানডো। জবাবে ব্যাট হাতে শুরুতে ধাক্কা খায় লঙ্কানরাও।

ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই লঙ্কান ওপেনার রণ চন্দ্রগুপ্তকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ ইমার্জিং দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। আর পঞ্চম ওভারে নাঈম হাসান সাজঘরে ফেরান শ্রীলঙ্কা জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সেহান জয়াসুরিয়াকে।

এতে ৪.২তম ওভার শেষে শ্রীলঙ্কা ইমার্জিং টিমের সংগ্রহ দাঁড়ায় ১৫/২-এ। তবে ওই শেষ। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কা। ২১ বছর বয়সী ওপেনার সাদিরা সামারাবিক্রামা খেলেন ১০০ বলে ৮৮ রানের হার না মানা ইনিংস। আর চার নম্বরে ব্যাট হাতে ৮৩ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী ক্রিকেটার চারিথ আসালাঙ্কা।

জাতীয় দলের সাকিব ও মিরাজ হাফসেঞ্চুরি করলেও কাজ হয়নি তাতে। এর পরেও ২৮১ রানের টার্গেটে খেলতে নেমে ৭০ রানের হার। দুই দিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলে বাড়তি আগ্রহ ছিলো সবার। কিন্তু কে জানতো কোনো ভূত নেমে আসবে খেলার মাঠে?

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি