বিদেশে গিয়ে লুঙ্গি ডান্স শেখালেন কিং খান, দেখুন ভিডিও

গত শুক্রবার, স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৬০তম অনুষ্ঠান উদ্যাপিত হয়। সেখানেই শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়।
কিং খান— বলিউডের ‘বাদশা’ তিনি। ছবির পর্দায় প্রযোজকদের কথা মতো নাচানাচি করলেও, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে।
ব্রেট র্যাটনার। হলিউডের নামী প্রযোজক তো বটেই, তাঁর ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’-এর মতো ব্লকবাস্টার অ্যাকশান প্যাক্ড ছবিও।
বলিউড বাদশা শাহরুখ খান, সেই ব্রেট র্যাটনারকেই এবার ‘লুঙ্গি ডান্স’-এর স্টেপ শেখালেন। তাও আবার ভরা সভাগৃহে, স্টেজের উপরে। কিন্তু শিক্ষকের ক্যারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন।
গত শুক্রবার, স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৬০তম অনুষ্ঠান উদ্যাপিত হয়। সেখানেই শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়। এবং সামনা-সামনি কথোপকথনের এক ফাঁকে ব্রেট র্যাটনারকে নাচ শেখাতে উদ্যত হন শাহরুখ।
শাহরুখের সঙ্গে কথা বলে অভিভূত হলিউড প্রযোজক-পরিচালক ব্রেট র্যাটনার এমন কথাও বলেন যে, হলিউডের জ্যাকি চ্যান, দ্যা রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।
প্রসঙ্গত, কথোপকথনের আগে, কিং খানের সঙ্গে একটি ছবি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ব্রেট র্যাটনার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন