সোমবার, নভেম্বর ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদ্যা বালানের সেরা পাঁচ (ভিডিও)

বলিউডের ডেসি গার্ল বিদ্যা বালান সফল একজন নায়িকা। শুধু নায়িকা দিয়ে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ছবি হিট করা যায় তার জ্বলন্ত প্রমাণ রেখেছেন এ অভিনেত্রী। দাপুটে এ অভিনেত্রী সিনেমা ‘ডার্টি পিকচার’ ও ‘কাহিনী’ ছবির জন্য জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

কলকাতার মেয়ে বিদ্যা বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৫ সালে ‘হাম পাঞ্চ’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন। এরপর থেমে থাকেননি। অভিনয় জীবনে বিদ্যা বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং স্ক্রিন পুরস্কার।

২০১৪ সালে ভারত সরকার কর্তৃক তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করা হয়েছে। এছাড়া মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। বর্তমানে সংসার ও সিনেমা জগৎ দুটোই সমানভাবে সামলাচ্ছেন তিনি।

হাজারো পুরুষের মন ভেঙ্গে ২০১২ সালে চার বছরের প্রেমিক চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাধেন বিদ্যা বালান।

সফল এ নায়িকার ৩৯তম জন্মদিনে তার অভিনীত সেরা ছবির কিছু অংশ অনলাইন পাঠকদের জন্য।

https://youtu.be/XLuMqLxR0r4
২০০৫ সালে সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও বিদ্যা বালান অভিনীত ‘পারিনীতি’ ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। পরিচ্ছন্ন গল্প আর ত্রিভূজ প্রেমের গল্পে সাহসী মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য দর্শকদের মন কেড়েছিলেন বিদ্যা।
https://youtu.be/sNaVOLns5J8
রাজকুমার হিরানী পরিচালিত ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে আবারো জুটিবদ্ধ হন গ্ল্যামারগার্ল বিদ্যা বালান। সুপারহিট এ ছবিতে সাবলীল অভিনয়ের জন্য হাজারো দর্শকের মন জয় করেছিলেন দাপুটে এ নায়িকা।

https://youtu.be/eedLcadTiYM

বলিউড ইন্ডাস্ট্রি পুরুষ কেন্দ্রিক সেই প্রথা ভেঙ্গে শুধু নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েছেন বিদ্যা বালান। বক্স অফিস তোলপাড় করা ২০১১ সালে সমালোচিত ‘ডার্টি পিকচার’ ছবিতে সাহসী অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

রাজকুমার গুপ্তা পরিচালিত ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিতে দুই বাঙালি অভিনেত্রী অভিনয় করেছেন। ২০১১ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান ও রানী মুখার্জি অভিনীত এ ছবিতে অভিনয় করে সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন তারা।২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহিনী’ ছবি দিয়ে আবারো প্রমাণ করেন তার সিনেমায় নায়ক না থাকলেও চলবে। সঞ্জয় ঘোষ পরিচালিত ছবিতে অভিনয় করে বিদ্যা বালান অসংখ্য পুরস্কার সহ বলিপারায় প্রসংশা কুড়িয়েছেন।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহিনী’ ছবি দিয়ে আবারো প্রমাণ করেন তার সিনেমায় নায়ক না থাকলেও চলবে। সঞ্জয় ঘোষ পরিচালিত ছবিতে অভিনয় করে বিদ্যা বালান অসংখ্য পুরস্কার সহ বলিপারায় প্রসংশা কুড়িয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন