পুকুরের পানিতে বিদ্যুৎ, বাবা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে পুকুরের পানিতে নেমে বাবা ও দুই মেয়েসহ চারজন মারা গেছেন। এলাকাবাসীর ভাষ্য, বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরে পড়ায় পানি বিদ্যুতায়িত হয় এবং তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আবদুল হাই (৫৫), তাঁর বড় মেয়ে বীণা (২২) ও ছোট মেয়ে মহুয়া (২০) ও আবদুল হাইয়ের ভগ্নিপতি ইব্রাহিম (৪৫)।
প্রতিবেশী নাঈম মল্লিকের ভাষ্য, ওই বাড়ির পুকুরের পাশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের লাইন চলে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের একটি খুঁটি কাত হয়ে পড়ে। এ সময় একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়। নাঈম মল্লিকের তথ্যমতে, পুকুরের পানি এভাবে বিদ্যুতায়িত হয়ে থাকার বিষয়টি আবদুল হাইয়ের পরিবারের সদস্যরা টের পাননি। সকালে আবদুল হাই জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যান। তিনি পানিতে নামা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে বীণা ও মহুয়া এগিয়ে যান। পানিতে নামলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই তিনজনকে উদ্ধার করতে ইব্রাহিম পুকুরে নামেন। তিনিও একইভাবে পড়ে গেলে আশপাশের লোকজন পানি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি আঁচ করেন।
ওই প্রতিবেশী বলেন, এরপর এ লাইনে বিদ্যুৎ সরবরাহকারী পল্লি বিদ্যুতের কালিশুরী এরিয়া অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে চারজনকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে পল্লি বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, এভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি কেউ তাঁদের জানাননি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ব্যাপারে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন
পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নারী আটক
পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মোসা. ফাতিমা আক্তার (৩০)বিস্তারিত পড়ুন
এক নারীকে স্ত্রী দাবি দুই ব্যক্তির!
পটুয়াখালীর বাউফলে এক নারীকে (২২) দুই ব্যক্তি স্ত্রী হিসেবে দাবিবিস্তারিত পড়ুন