বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু, গুরুতর আহত ৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেয়া রানী (৩৫) ও স্বর্না রানী (২০) নামে ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছে একই পরিবারের আরো ৩ জন। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত হলেন-পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫) তার ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, প্রথমে তাদের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু দগ্ধদের শরীরের প্রায় শতভাগ ঝলসে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেনি। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন