বিদ্যুৎ-গ্যাসের দাম পুনর্বিবেচনা করতে হাইকোর্টের রুল

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে তিন সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও মোস্তাফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন আইনজীবী মো.সাইফুল আলম।
গত ১৪ অক্টোবর রিট আবেদন করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) বিবাদী করা হয়।
গত ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। কিন্তু বিদ্যুতের এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও বে-আইনি বলে দাবি করে আসছে ক্যাব।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইনে বলা হয়েছে, দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দিতে হবে। কিন্তু ২৭ আগস্ট যে আদেশ দেয়া হয়েছে সে বিষয়ে বিদ্যুৎ গণশুনানি হয়েছে জানুয়ারিতে, আর গ্যাসের গণশুনানি হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
সে হিসেবে ১৮০ দিন পর আদেশ দিয়েছে বিইআরসি। এ আদেশ আইনগতভাবে সঠিক হয়নি। যে কারণে ক্যাব প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। প্রথমে বিইআরসির কাছে আবেদন করেছিল। সেখান থেকে কোন সাড়া নেই, যে কারণে রির্ট দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন