বিদ্যুৎ-গ্যাসের দাম পুনর্বিবেচনা করতে হাইকোর্টের রুল
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে তিন সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও মোস্তাফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন আইনজীবী মো.সাইফুল আলম।
গত ১৪ অক্টোবর রিট আবেদন করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) বিবাদী করা হয়।
গত ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। কিন্তু বিদ্যুতের এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও বে-আইনি বলে দাবি করে আসছে ক্যাব।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইনে বলা হয়েছে, দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দিতে হবে। কিন্তু ২৭ আগস্ট যে আদেশ দেয়া হয়েছে সে বিষয়ে বিদ্যুৎ গণশুনানি হয়েছে জানুয়ারিতে, আর গ্যাসের গণশুনানি হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
সে হিসেবে ১৮০ দিন পর আদেশ দিয়েছে বিইআরসি। এ আদেশ আইনগতভাবে সঠিক হয়নি। যে কারণে ক্যাব প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। প্রথমে বিইআরসির কাছে আবেদন করেছিল। সেখান থেকে কোন সাড়া নেই, যে কারণে রির্ট দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন