বিদ্যুৎ যাচ্ছে ‘অদম্য মেয়ে’দের গ্রামে
বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৪ দলে খেলা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ১০ জন মেয়ের প্রত্যাশা অনুযায়ী তাদের গ্রামে বিদ্যুৎ যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ওই গ্রামে বিদ্যুৎ সংযোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে আসা ওই মেয়েরা বলেছিলেন, ‘তাদের গ্রামে বিদ্যুৎ নেই, তাদেরকে নিয়ে বানানো প্রামাণ্য চিত্রটি দেখতে পারবেন না।’ এর প্রেক্ষিতে প্রথম আলোর সহযোগি সম্পাদক আনিসুল হক ওই গ্রামে বিদ্যুৎ চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেই স্ট্যাটাসের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আনিসুল হককে ইনবক্সে জানিয়েছেন, ‘তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যদিও ওই প্রতিমন্ত্রী বিদেশে আছেন, তবুও তিনি যথাযথ বিভাগকে নির্দেশ দিয়েছেন কলসিন্দুর গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবার ব্যবস্থা নিতে। শিগগিরই ওই গ্রামে বিদ্যুৎ যাবে।’
প্রথম আলো তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্য চিত্র বানিয়েছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন