বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় ১১ পুলিশের মৃত্যু
ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় ১১ জন পুলিশের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ১১ জন নিহতের পাশপাশি এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। জড়িতদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সময় সকাল নয়টার দিকে পুলিশদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই ১১জন পুলিশ মারা যান।
সেখানকার পুলিশ বলছে, হামলাকারীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে। তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলেও মন্তব্য করেন পুলিশের একজন কর্মকর্তা।
এ দিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছত্তিশগড়ের আঞ্চলিক সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ আছে। কেন্দ্র থেকে ছত্তিশগড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও গণমাধ্যমে মন্তব্য করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন