বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৫৪ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির ধংসাবশেষ পাওয়া গেছে। মঙ্গলবার পাপুয়া প্রদেশের দুর্গম পাহাড়ি জঙ্গলে বিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস’ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে ৪৯ যাত্রী ও পাঁচ ক্রু’র পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে।
খারাপ আবহাওয়ার কারণে গত রোববার ত্রিগানা এয়ারের ওই বিমান বিধ্বস্ত হয়। তবে দুর্গম পাহাড়ি ওই জঙ্গলে তখন উদ্ধার অভিযান চালাতে পারেননি উদ্ধারকর্মীরা। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌছান উদ্ধারকর্মীরা। তারা সেখানে বিমানটির ব্ল্যাক বক্সও খুঁজে পেয়েছেন।
উদ্ধারকাজের প্রধান বামবাং সোয়েলিসতো বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিমানটির সবকিছুই পুড়ে গেছে। আমরা শুধু এর পুড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পাচ্ছি।’ ব্ল্যাক বক্স থেকে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যাবে বলে মনে করছেন উদ্ধারকারীরা। তারা হেলিকপ্টারে করে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছেন।
পাপুয়ার অভ্যন্তরীণ রুটের ত্রিগানা এয়ার ‘এটিআর ৪২’ নামের টারবোপ্রপ বিমানটি রোববার প্রাদেশিক রাজধানী জয়পুরের সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়নের আধঘণ্টা পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৪৫ মিনিটের ফ্লাইটে এটি জয়পুর থেকে প্রদেশের দক্ষিণাঞ্চলীয় অকসিবিলের উদ্দেশে যাচ্ছিল। বিমানের ৫৪ যাত্রীর মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক, ৫ শিশু ও ৫ জন ক্রু ছিলেন। সূত্র: বিবিসি, এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন