বিনামূল্যে সিনেমার টিকিট দেবেন সালমান

সালমান খানের ভক্তদের জন্য সুখবর। কারণ, ভক্তদের জন্য সালমান চালু করতে যাচ্ছেন কম খরচের সিনেমার টিকিট। এমনকি ফ্রিতেও মিলবে টিকিট।
সূত্র জানিয়েছে, সালমান খান শিগগিরই চালু করছেন তার নিজস্ব প্রাইভেট সিঙ্গল স্ক্রিন থিয়েটার চেন, যার নাম ‘সালমান টকিজ’। সালমান খান নাকি কম খরচে সিনেমার টিকিট লঞ্চ করবেন তার অগণিত ভক্তদের জন্য। আর সেই জন্য তিনি নাকি একটি বাণিজ্যিক পরিকল্পনাও এঁকেছেন।
সালমানের পরিকল্পনা অনুযায়ী, ভারতের মহারাষ্ট্রের ছয়টি সিঙ্গল স্ক্রিন বাছাইও করা হয়ে গিয়েছে। এই থিয়েটার চেন-এ সালমান নিজের নাম ব্যবহার করবেন, যাতে এইসব থিয়েটারে প্রদর্শিত ছবিগুলি করমুক্ত থাকে। বাছাই করা এইসব থিয়েটারে সিনেমার টিকিট পাওয়া যাবে একেবারে নামমাত্র খরচে। আর শিশুদের সিনেমা দেখার ক্ষেত্রে কোনও টাকাই দিতে হবে না।
সবকিছু সময়মতো শেষ হলে, এই বছর দেওয়ালিতে করণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগণ-এর ‘শিবায়’ দেখা যাবে ‘সালমান টকিজ’-এ।
হিন্দি ছবি যাতে সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তার জন্যই সালমান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন