বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে ৫৫৬ যাত্রীর জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে ৫৫৬ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে ভ্রাম্যমাণ টিম।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলস্টেশন দিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান চালিয়ে মোট এক লাখ ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোতালিব জানান, রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সরদার শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিভিন্ন ট্রেনে তিনটি টিম ভাগ হয়ে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এবং ঢাকাগামী, পারাবত, এগারোসিন্দুর, চট্টলা, জয়ন্তিকা, উপকূল, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও মহানগর প্রভাতি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫৫৬ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অনেক দিন পর হলেও বিনা টিকিটে যাত্রী চলাচল রোধে প্রায় সময়ই অভিযান চালানো হয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন